ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র

মারুফ হাসান
🕐 ১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ০২, ২০২০

১. দ্বিতীয় ভারত কাউন্সিল আইন পাশ হয়-
ক. ১৮৬১ খ. ১৮৬২
গ. ১৯১৯ ঘ. ১৮৯২
২. ডাল ভাতের রাজনীতি প্রবর্তন করেন কে?
ক. নবাব সলিমুল্লাহ
খ. সৈয়দ আহমেদ খান
গ. নবাব আবদুল লতিফ
ঘ. একে ফজলুল হক

৩. ফরায়েজী অন্দোলনের সঙ্গে জড়িত-
ক. হাজী শরীয়ত উল্লাহ
খ. নবাব সলিমুল্লাহ
গ. নবাব আবদুল লতিফ
ঘ. একে ফজলুল হক
৪. বালাদেশের আইন সভার নাম কি?
ক. জাতীয় সংসদ
খ. জাতীয় পরিষদ
গ. সিনেট ঘ. ব্যবস্থাপক সভা
৫. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুুিষ্ঠত
হয় কবে?
ক. ১৪ ডিসেম্বর, ১৯৭২
খ. ১৪ ডিসেম্বর, ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ. ৭ মার্চ , ১৯৭৩
৬. বারাসাত বিদ্রোহ সংগঠিত হয় কবে?
ক. ১৮২৩ খ. ১৮২৫
গ. ১৮৩৫ ঘ. ১৮৪৭
৭. প্রতিনিধি তৈরির প্রক্রিয়া হলো -
i. মনোনয়ন
ii. সরকারি নিয়োগ
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৮. জনগণের মৌলিক অধিকার রক্ষা করে-
ক. আইন বিভাগ খ. বিচার বিভাগ
গ. শাসন বিভাগ ঘ. সংবিধান
৯. বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভ করে-।
ক. ২৮ এপ্রিল, ১৯৭২
খ. ২৮ এপ্রিল, ১৯৭৪
গ. ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
ঘ. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
১০.বিচারপতিদের অবসর বয়সসীমা কত?
ক. ৬০ বছর খ. ৬৫ বছর
গ. ৬৬ বছর ঘ. ৬৭ বছর
১১. স্পীকার কোন বিভাগের সদস্য?
ক. আইন খ. বিচার
গ. শাসন ঘ. মন্ত্রীপরিষদ
১২. বাংলাদেশের সুপ্রীম কোর্টের বিশেষত্ব কি?
ক. সংসদের নিয়ন্ত্রক
খ. আইন প্রণয়নের সংস্থা
গ. দেশের সর্বোচ্চ আদালত
ঘ. দেশের সর্বোচ্চ শাসন বিভাগ
১৩. মৌলিক অধিকার-।
ক. সহজে পরিবর্তন করা যায়
খ. আন্তর্জাতিক ভাবে স্বীকৃত
গ. সবার জন্য সমান নয়
ঘ. সংবিধানে লিপিবদ্ধ থাকে
১৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. খন্দকার মুশতাক আহমেদ
১৫. মুজিব নগর সরকার শপথ নেয় কবে?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১৭ এপ্রিল , ১৯৭১
গ. ১০ এপ্রিল , ১৯৭২
ঘ. ১৭ এপ্রিল , ১৯৭২
১৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়-
ক. ৭ মার্চ খ. ১০ জানুয়ারি
গ. ১৭ এপ্রিল ঘ. ১৬ ডিসেম্বর
১৭. একুশে চেতনা থেকে কিসের উদ্ভব হয়-
ক. ধর্ম ভিত্তিক জাতীয়তাবাদ
খ. ভাষা ও সাংস্কৃতিক ভিত্তিক বাঙালী জাতীয়তাবাদ
গ. আন্তর্জাতিকতাবাদ
ঘ. পাকিস্তানী চেতনা
১৮. সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়-
ক. ১৭৫৭ সালে
খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৮ সালে
ঘ. ১৯৫২ সালে

মারুফ হাসান
প্রভাষক, মাইলস্টোন কলেজ, ঢাকা।

উত্তর : ১.ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯ . গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper