ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুই গাড়ি মুখোমুখি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ০২, ২০২০

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বাইপাস সড়কের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর এলাকার সার্জেন্ট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার শিকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ঠ-১১-১৫০৬) এবং আরেকটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১১-৮৯২২)। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওই পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরগেট থেকে শেরেবাংলা নগরের দিকে প্রবেশের সময় নতুন বাইপাস রোডের মুখে বিজয় সরণির দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের তিনজন গুরুতর আহত হন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার শিকার দুটি গাড়িই জব্দ করা হয়েছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক(এসআই) রবিউল ইসলামের হাতে গাড়ি দুটি হস্তান্তর করা হয়েছে।

 
Electronic Paper