ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আগে আইপিএল পরে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

মার্চেই শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা ভাইরাসে তা আটকে গেল। আদৌ হবে কিনা কিংবা কবে হবে এ নিয়ে চলছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা। আইপিএল স্থগিত হয়ে গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আইপিএল শুরু করার। মাঠে না গড়ালেও আইপিএলের ফ্যাঞ্চাইজি দলগুলো ইতিমধ্যে শতশত কোটি টাকা ব্যয় করে ফেলেছে। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত হলেও মাঠে গড়ানো অনিশ্চিত। 

করোনায় জট পড়েছে আইসিসি’র ফিউচার ট্যুরসহ বড় টুর্নামেন্ট আয়োজনেও। তাই সব কিছুই এখন ভাবনার বিষয়। কারণ সামনের অক্টোবরে শুরু হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। একই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করতে চায়। এখন আইপিএল যদি শুরু হয় তাহলে বিশ্বকাপ পিছাতেই হবে। এবং পিছালে দুই বছর পিছানোর সম্ভাবনা থাকছে। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিসিআই নাকি খুব করেই চাচ্ছে আইপিএলটা অক্টোবর-নভেম্বরে আয়োজন করতে। এটিকে জায়গা করে দিতে এখন আইসিসি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে দিতে পারে। তবে যেহেতু ভারতেই ২০২১ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০২২ সালে।

আইসিসির বিশেষ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘তাতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পিছিয়ে যাওয়ার ইঙ্গিত আছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা উঠছে। কিন্তু নতুন সূচি অনুযায়ী এটি কবে অনুষ্ঠিত হবে। ভারত এ বছরের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর করবে। ২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ।

মার্চ বিশ্বকাপ আয়োজনের আদর্শ সময় নয়, কারণ ওই সময় ভারতে আইপিএল। টেলিভিশন সম্প্রচারকেরাও পরপর দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা প্রচার করতে চাইবে না। ২০২১ সালে ভারতেই টি- টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠানের কথা আগে থেকেই ঠিক করা। ভারত এটা করবেই। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে সেটি ২০২২ ছাড়া তো কোনো সময় নেই।’

 
Electronic Paper