ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সামাজিক দূরত্ব মানছে না

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া আছে। বাড়ি বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে সবাইকে।

তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাটবাজারে মানা হচ্ছে না কোনো কিছুই।

সরজমিন দেখা গেছে, ধানখালীর নোমরহাট, কালুরহাট, লালুয়ার বানাতীবাজার, কলাপাড়া পৌরশহরের সাপ্তাহিক হাট, মহিপুর বন্দরে প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে জনসমাগম। এসব হাটে আসা মানুষ নিয়মনীতির তোয়াক্কা না করে একে অপরের গা ঘেঁষে চলাফেরা করছেন। এমনকি চায়ের টেবিলে ঘণ্টার পর আড্ডাও দিচ্ছেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু ম-ল জানান, লালুয়ার বানাতিবাজারে গিয়ে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনায় মাইকিং করা হচ্ছে।

 
Electronic Paper