ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পর্যবেক্ষণে থাকা যুবকের সর্দি-কাশি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

যশোরের মণিরামপুরের কোদলাপাড়ায় মালয়েশিয়া ফেরত এক যুবক সর্দি, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত হয়েছেন। যদিও তিনি পর্যবেক্ষণে রয়েছেন। খবরটি ছড়িয়ে পড়লে গত শনিবার বিকেল থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর ধারণা ওই যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ওই যুবকের চিকিৎসা চলছে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, কোদলাপাড়ার ওই যুবকের চিকিৎসা চলছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আর হরিদাসকাঠির লেবুগাতির জ্বরে আক্রান্ত শিশুটির খোঁজ নিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। তাদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুটিকে। এখন অবস্থা ভালো। শিশুটির বাবা-মা পর্যবেক্ষণের নিয়ম না মানলে পুলিশের মাধ্যমে মানাতে বাধ্য করা হবে বলে জানান তিনি।

এ পর্যন্ত মণিরামপুরে ২০৭ জনকে পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন। যাদের মধ্যে দুজনের পর্যবেক্ষণের মেয়াদ শেষ হয়েছে।

 
Electronic Paper