ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুঃসময়ে পাশে নেই নেতারা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
🕐 ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে স্বেচ্ছায় গৃহে অবস্থান করছেন পাবনা-৩ এলাকার প্রায় সব নেতা ও জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটের আগে ভোটারের দারে দারে ঘুরলেও এখন দুঃসময়ে ভোটারের পাশে নেই তারা।

করোনা বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় উপকরণ, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করতে দেখা যাচ্ছে না তাদের। কাজ বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের লাখো মানুষ যখন সংকটে দিন কাটাচ্ছেন এমন সময় দুই চারজন ব্যতীত অধিকাংশ নেতা ও জনপ্রতিনিধি নিজেকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাবনা-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নবীন-প্রবীণ মিলে প্রায় দুই ডজন নেতা তৎপর ছিলেন।

এর মধ্যে আওয়ামী লীগের ১৪ এবং বিএনপির ১০ জন নেতা ছিলেন। সে সময় সরকার দলীয় সংসদ সদস্য ছিলেন মকবুল হোসেন।

মকবুল হোসেন ছাড়াও বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, আব্দুল হামিদ মাস্টার (বর্তমান চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান), চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, শাহ আলম, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুর রহিম পাকন, সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ছুটেছেন ভোটারের দারে দারে।

তাদের মধ্যে দুই চারজন ব্যতীত সবাই এখন স্বেচ্ছায় গৃহে অলস সময় কাটাচ্ছেন।

 
Electronic Paper