ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোয়ান্টোইন থেকে পালিয়ে কামড়ে নারীকে হত্যা

আন্তর্জাতিক
🕐 ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ভারতের তামিল নাড়ু রাজ্যে বাড়িতে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি পালিয়েছেন। পালানোর সময় ওই ব্যক্তি ৯০ বছর বয়সী এক নারীর গলায় কামড়ান। এতে করে ওই নারীর মৃত্যু হয়।

শুক্রবার রাতে থেনি জেলার ওই বাসিন্দা পালিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তি এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ। কোভিড-১৯ এ যাতে আক্রান্ত না হন তাই তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পেশায় তিনি টেক্সটাইল ব্যবসায়ী।

পুলিশ আরও জানায়, শুক্রবার শেষ রাতের দিকে বাড়ি থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। পালানোর সময় বাড়ির বাইরে ঘুমন্ত ৯০ বছরের এক নারীকে গলায় কামড়াতে থাকে। ওই নারীর কান্না ও চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে এবং তাকে আটক করে। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। কামড়ে আহত নারীকে থেনি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

 
Electronic Paper