ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্ষেপেছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক
🕐 ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

করোনার করাল গ্রাসে বিশ্ব। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন অবস্থায় বিভিন্ন দেশের অনেক শোবিজ তারকার মতো স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু এখানকার জনতার উল্লাসে ত্রস্ত তিনি।

গত রোববার বিকালে থালা-বাটি বাজানোর ঘটনায় স্তম্ভিত নায়িকা। তিনি যে কতটা আতঙ্কে রয়েছেন তার ছাপ স্পষ্ট তার মুখে।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, জানি না, ভবিষ্যৎ কী! আগামী দিনের আঁচ কেউ হয়তো এখনো করতে পারছেন না। এটা কোনো উৎসব নয়। দয়া করে বাড়িতে থাকুন। অন্যসব বন্ধ করে দিন। আমার বাড়িতে ৭০ বছরের বাবা আছেন। আমি ভীষণ চিন্তিত। আমার মেয়ে আছে। ওর সারাজীবন পড়ে আছে।

তবে যারা আহাম্মকের মতো রোববার রাস্তায় নেমে নাচানাচি করলেন তাদের ওপর ক্ষুব্ধ আমি। এই লড়াইটা সকলকে একসঙ্গে লড়তে হবে। নিজে ভালো থাকুন।

 
Electronic Paper