ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

সরোয়ার হোসেন
🕐 ৬:০১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

১. এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল-

ক. ডেলিয়ান লীগ খ. আমোয়ান লীগ

গ. পেরিয়ান লীগ ঘ. পেলোপ লীগ

২. স্পার্টা মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম কী?

ক. আমোয়ন লীগ

খ. ডেলিয়ান লীগ

গ. পেলোপনেসীয় লীগ

ঘ. পলীপিয় লীগ

৩. গ্রিসে ধনী ছেলেদের কত বয়স পর্যন্ত লেখাপড়া করতে হতো?

ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮

৪. বিয়োগান্তক নাটক রচনায় কারা বেশে পারদর্শী ছিল?

ক. চীনারা খ. গ্রিকরা

গ. রোমরা ঘ. মিসরীয়রা

৫. কাকে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়?

ক. হোমারকে খ. নেপালিয়ানকে

গ. এসকাইলাসকে ঘ. পেরুকে

৬. গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?

ক. সোফোক্লিস খ. এসলাইস

গ. হেরোডোটাস ঘ. পেরোক্লিস

৭. সেফোক্লিসের নাটকের সংখ্যা কতটি?

ক. ৭০টিরও বেশি

খ. ৮০টিরও বেশি

গ. ৯০টিরও বেশি

ঘ. ১০০টিরও বেশি

৮. গ্রিক সভ্যতায় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?

ক. হেরোডোটাস খ. পেলোপ

গ. থুকিডাইডেস ঘ. সক্রেটিস

৯. গ্রিকদের কতটি দেব-দেবী ছিল?

ক. ১১টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৪টি

১০. গ্রিক সভ্যতায় দেবতাদের রাজা কে ছিল?

ক. জিউস খ. এথেনা

গ. ফিউস ঘ. ফেলোস

১১. গ্রিক সভ্যতায় সূর্য দেবতা কে ছিল?

ক. সোলন খ. পোলন

গ. অ্যাপোলো

ঘ. পেরিক্লিক

১২. গ্রিক সভ্যতায় জ্ঞানের দেবী কে ছিল?

ক. এথেনা গ. জিউস

গ. থুকিডাইস ঘ. হেলেনা

১৩. কে প্রথম সূর্য গ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন?

ক. বিলেস খ. থিলেস

গ. এথেনা ঘ. থালেস

১৪. সফিস্ট কাদের বলা হতো?

ক. গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের

খ. চীনের দার্শনিকদের

গ. রোমের দার্শনিকদের

ঘ. মিসরের দার্শনিকদের

১৫. গ্রিসের সবচেয়ে খ্যাতিমান দার্শনিকের নাম কী?

ক. এথেন খ. হোমার

গ. ডালাস ঘ. সক্রেটিস

১৬. সক্রেটিসের শিস্য কে?

ক. পিয়ারো খ. প্লেটো

গ. ক্লিটো ঘ. পিতারো

১৭. প্লেটোর শিস্য কে?

ক. সক্রেটিস খ. হোমার

গ. তাইপে ঘ. এরিস্টটল

১৮. গ্রিকরা কখন প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত করে?

ক. খ্রি.পূ. ৪০০ অব্দে

খ. খ্রি.পূ. ৫০০ অব্দে

গ. খ্রি.পূ. ৬০০ অব্দে

ঘ. খ্রি.পূ. ৭০০ অব্দে

১৯. কারা প্রথম প্রমাণ করেন পৃথিবী একটি গ্রহ?

ক. লিবিয়ারা খ. চীনারা

গ. রোমরা ঘ. গ্রিকরা

২০. চাদের নিজস্ব কোনো আলো নেই- কারা প্রথম আবিষ্কার করেন?

ক. গ্রিকরা খ. রোমানরা

গ. চীনারা ঘ. সিন্ধুরা

সরোয়ার হোসেন

শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.ঘ ২০.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper