ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বিশ্বকাপ ক্রিকেট- ২০১৯ অনুষ্ঠিত হয়Ñ

(ক) অস্ট্রেলিয়া

(খ) ইংল্যান্ড

(গ) ভারত   

(ঘ) নিউজিল্যান্ড

২. কাতারে কততম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে?

(ক) ২২তম

(খ) ২১তম

(গ) ২৩তম

(ঘ) ২৪তম

৩. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়Ñ।

(ক) ১৯৮৫ খ্রি. ঢাকায়

(খ) ১৯৮১ খ্রি. নয়াদিল্লিতে

(গ) ১৯৮৫ খ্রি. ইসলামাবাদে

(ঘ) ১৯৮১ খ্রি. কাঠমান্ডুতে

৪. যুক্তরাষ্ট্র ও চীন কপিরাইট চুক্তি স্বাক্ষর করেÑ

(ক) ১৯৯০ সালে

(খ) ১৯৯৫ সালে

(গ) ২০০০ সালে

 (ঘ) ২০০৯ সালে

৫. সুয়েজ খাল কোন দেশের নিয়ন্ত্রণে?

(ক) আমেরিকা

(খ) রাশিয়া

(গ) মিসর (ঘ) ইরান

৬. ম্যাপল পাতার দেশ।

(ক) কানাডা (খ) কিউবা

(গ) চীন (ঘ) জাপান

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?

(ক) আমেরিকা

(খ) ইংল্যান্ড

(গ) রাশিয়া

(ঘ) জাপান

৮. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ।

(ক) রাশিয়া (খ) ফ্রান্স

(গ) চীন (ঘ) যুক্তরাষ্ট্র

৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?

(ক) ১০টি (খ) ৫টি

 (গ) ৮টি (ঘ) ১৫টি

১০. তাঞ্জানিয়ার বিখ্যাত আগ্নেয়গিরির নাম কী?

(ক) কিলিমানজারো

(খ) পোপা

(গ) ওরিজাবা

(গ) মিকোনো

১১. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়-

ক. ৫ জুন খ. ৮ মার্চ 

গ. ৭ এপ্রিল 

ঘ. ১০ এপ্রিল

১২. ‘লাগোস’ কোন দেশের রাজধানী?

(ক) নামিবিয়া

(খ) মরিসাস

(গ) নাইজেরিয়া

(ঘ) কাজাকিস্তান

১৩. ‘অক্সফাম’ কী ধরনের প্রতিষ্ঠান?

(ক) একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান 

(খ) দুর্যোগ-পরবর্তী সেবাদানমূলক সংস্থা

(গ) মানবাধিকার প্রতিষ্ঠান

(ঘ) পরিবেশবাদী প্রতিষ্ঠান

১৪. কোন দেশের আদি অধিবাসীদের ‘হটেনটট’ বলা হতো?

(ক) আমেরিকা

(খ) দক্ষিণ আফ্রিকা

(গ) রাশিয়া

(ঘ) জার্মানি

১৫. ‘ডুরান্ড লাইন’ কোন দু’টি দেশের সীমানা নির্ধারণ করে?

(ক) পাকিস্তান-আফগানিস্তান

(খ) চীন-ভারত

(গ) জার্মানি-ফ্রান্স

(ঘ) বাংলাদেশ-ভারত

১৬. দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?

(ক) জ্যামাইকা

(খ) ফিজি

(গ) পেরু

(ঘ) সিসিলিস

১৭. নেপালি সৈন্যদের বলা হয়।

(ক) গুর্খা (খ) টাইগার

(গ) বিএসএফ

(ঘ) নাসাকা

১৮. টচট-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা, সুইজারল্যান্ড

(খ) রোম, ইতালি

(গ) বার্ন, সুইজারল্যান্ড

(ঘ) ভিয়েনা, অস্ট্রিয়া

১৯. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-

ক. ৫ জুন খ. ৮ মার্চ 

গ. ৭ এপ্রিল 

ঘ. ১০ এপ্রিল

২০. বর্তমান দেশে মাথাপিছু আয় কত?

ক) ১৬১০ ডলার

খ) ১৫৪০ ডলার

গ) ১৩৪০ ডলার

ঘ) ১৯০৯ ডলার

২১. বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কত তম সদস্য দেশ?

ক) ৩৫তম খ) ৩৩তম

গ) ৩২তম ঘ) ৩৮তম

২২. টঘঊঝঈঙ কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?

ক) ৩১ আক্টোবর

খ) ৩০ অক্টোবর

গ) ৪ নভেম্বর  

ঘ) ২৯ অক্টোবর

২৩. জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয় কবে?

ক) ১১ ডিসেম্বর

খ) ১২ ডিসেম্বর

গ) ৮ মার্চ

ঘ) ১৪ নভেম্বর

আবু সাঈদ

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১.গ ২২.খ ২৩. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper