ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাশ্মীরে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক
🕐 ১১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত কাশ্মীরের শ্রীনগরে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় বক্ষব্যাধি হাসপাতালে তিন দিন আগে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তিনি উচ্চরক্তচাপ ও স্থূলতা সমস্যায়ও ভুগছিলেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

কর্মকর্তারা বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি হৃদরোগে মারা গেছেন। উপত্যকাটিতে এছাড়াও আর চার জনের শরীরে নতুন করে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছেন।

শ্রীনগরের মেয়র এক টুইটবার্তায় বলেন, করোনাভাইরাসে উপত্যকাটিতে প্রথমবারের মতো কোনো প্রাণহানি ঘটেছে। মৃতের পরিবারকে আমরা গভীর শোক জানাচ্ছি।

এই ব্যক্তির সংস্পর্শে আসা আরও চার জন বুধবার করোনাভাইরাসে পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কাজেই কাশ্মীরে সর্বমোট ১১ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন।

আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। কারণ বহুসংখ্যক লোক তাদের ভ্রমণের বিষয়টি গোপন রেখেই চলাফেরা করছেন।

 
Electronic Paper