ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
🕐 ৯:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

সিভিল সার্জন জানান, নিহত ব্যক্তির বয়স ৩০ বছরের মতো। বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি পেশায় দিন মজুর ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, ওই রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

 

 

 
Electronic Paper