ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা মোকাবিলায় বেতনের অর্ধেক দান করলেন টাইগাররা

ক্রীড়া ডেস্ক
🕐 ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

করোনাভাইরাসের কারণে সব কিছু স্থবির হয়ে পড়েছে। আতঙ্কে রয়েছে মানুষজন। বিশ্বব্যাপী এ দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনেকেই। বাংলাদেশেও করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের বেতনের অর্ধেক টাকা দান করে তহবিল গঠন করা হয়েছে।

তামিম, মাহমুদউল্লাহ, লিটনসহ চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটার ছাড়াও আর ১০ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দান করেছেন, যার পরিমাণ ৩১ লাখ টাকা।

কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার যখন আন্তর্জাতিক ম্যাচ খেলেন, বিসিবি প্রাপ্য গ্রেড ধরে ওই মাসের বেতনটা তাকে দিয়ে দেয়। সে হিসেবে মাশরাফিও তার বেতনের অর্ধেক বেতন দান করেছেন।

 
Electronic Paper