ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চগড়ে ২৪ ঘন্টায় ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে

পঞ্চগড় প্রতিনিধি
🕐 ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

পঞ্চগড়ে পাঁচ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এনিয়ে জেলাটিতে ৬০৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মাদারীপুর থেকে রাব্বী নামে এক যুবক পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় সুজন নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে আসেন। পরে গত ২২ মার্চ দিনগত রাতে বুকের ব্যথা নিয়ে রাব্বী নামে ওই যুবক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এলে চিকিৎসকরা তার মধ্যে করোনার উৎসর্গ পাওয়ায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এছাড়া সুজনের বাড়ির নয়জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। তবে রাব্বী করোনায় আক্রান্ত কি-না তা এখনো নিশ্চিত করেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

 
Electronic Paper