ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা সাহিত্য

আবু সাঈদ
🕐 ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক

কিছু প্রশ্ন জেনে নিই

১। নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার খ. নীলদর্পণ
গ. কবর ঘ. সিরাজউদ্দৌলা
২। ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. উপেন্দ্র কিশোর রায় চৌধুরী
খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
৩। যে কোন মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
ক. ৩টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৮টি
৪। ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’-এর রচয়িতা-
ক. রজনীকান্ত সেন
খ. রামনিধি গুপ্ত
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
৫। ‘পুস্তিকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. স্ত্রীলিঙ্গ অর্থে
খ. পুলিঙ্গ অর্থে
গ. উভয় লিঙ্গ অর্থে
ঘ. ক্ষুদ্রার্থে
৬। বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক বলা হয় কাকে?
ক. কাহৃপা খ. লুইপা
গ. শারপা
ঘ. বড় চণ্ডীদাস
৭। কোনটি কাব্যগ্রন্থ?
ক. কবিতা
খ. কাব্যপরিক্রমা
গ. কয়েকটি কবিতা
ঘ. বাংলার কাব্য
৮। নজরুলের অধিকাংশ কবিতা ও গানে প্রকাশিত হয়েছে-
ক. বিদ্রোহের বাণী
খ. সাম্যবাদের মর্মকথা
গ. রোমান্টিকতা
ঘ. ধর্মবিষয়ক নীতিবাক্য
৯। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি সম্পর্কে আলোচনা করা হয়?
ক. রূপতত্ত্বে
খ. অর্থতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
১০। বাংলা ভাষায় প্রথম মহাকাব্য রচনা করেন-
ক. হেমচন্দ্র মুখোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মধুসূদন দত্ত
ঘ. কায়কোবাদ
১১। প্রথমে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটি?
ক. অজ খ. খোকা
গ. শিল্পী ঘ. বোন
১২। ‘পাপের ধন প্রায়শ্চিত্তে যায়’-প্রবাদটির অর্থ কী?
ক. বোঝার ওপর শাকের আঁটি
খ. যে দামে কেনা সেই দামে বিক্রি
গ. নাচতে না জানলে উঠান বাঁকা
ঘ. যম, জামাই, ভাগিনা এই তিন নয় আপনা
১৩। ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি খ. ফার্সি
গ. তুর্কি ঘ. ফরাসি
১৪। ‘রাত্রি’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. রক্ত খ. সরোজ
গ. কৃত্তি ঘ. নক্ত
১৫। ‘হে পথিক তুমি পথ হারাইয়াছ’-এই উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
গ. মোহাম্মদ লুৎফর রহমান
ঘ. প্রমথ চৌধুরী
১৬। ‘প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কৃষ্ণদাস মজুমদার
ঘ. এস ওয়াজেদ আলী
১৭। ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫ সালে
খ. ১৮৭২ সালে
গ. ১৮৭৫ সালে
ঘ. ১৮৮১ সালে
১৮। খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. অঙ্ক খ. আঁক
গ. ডর ঘ. কাট
১৯। বিভক্তিযুক্ত শব্দ সমষ্টিকে কী বলা হয়?
ক. বাক্য খ. পদ গ. সমাস ঘ. সন্ধি
২০। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক. সমার্থে খ. বৃহদার্থে
গ. ক্ষুদ্রার্থে ঘ. বিপরীতার্থে

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper