ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১৬৮ জন

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৬৮ জনকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি বিদেশ ফেরত কেউ বাইরে ঘোরাফেরা করছেন কিনা। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় কাজটি করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, সকলকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার,প্রেসক্লাব সহসভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,যুগ্ন সম্পাদক মাহফুজার রহমান,খন্দকার একরামুল হক

 

 
Electronic Paper