ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লেভান্ডফস্কির দান ৯ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্ব মহামারিতে গতকাল রোববার পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪ জনের।

এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৯৫ হাজার ৭৯৭ জন। এমন মহামারীতে সাধারণের পাশে এসে দাঁড়ালেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি।

তিনি এবং তার স্ত্রী অ্যানা মিলে ১ মিলিয়ন ইউরো দান করেছেন। কোভিড-১৯ রোগ বিশ্বের ১৮৮ দেশে বিস্তৃত হয়েছে। মৃত ও আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি।

দেশটিতে রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৫ জনের।

 
Electronic Paper