ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে ছদ্মবেশে বাজারে ইউএনও

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ১২:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, পেঁয়াজসহ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পণ্য বিক্রি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্রেতা সেজে ওড়না দিয়ে মুখ বেঁধে ছদ্মবেশে বাজারে অভিযান চালিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান।

গত শনিবার বিকালে উপজেলার পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। ছদ্মবেশে বিভিন্ন দোকানে পণ্য ক্রয় করেন তিনি। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কয়েকটি চালের দোকান এবং সবজির দোকানে জরিমানা করেন।

ইফ্ফাত জাহান বলেন, বাজারে চাল, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রেতারা বিক্রি করছেন কিনা তা দেখতে ছদ্মবেশে বিভিন্ন দোকানে যান তিনি। দোকানগুলোতে বাজার মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় কয়েকজন ব্যবসায়ীর অর্থদ- করা হয়েছে।

 
Electronic Paper