ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা মোকাবেলায় আরও ২০০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ বাস্তবতার পরিপ্রেক্ষিতে নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ। স্বাস্থ্য সেবা বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এ অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, করোনা ভাইরাস মোকাবেলায় অর্থ মন্ত্রণালয় দুই খাত থেকে এই ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

মেশিনারিজ আমদানি খাত এবং অপ্রত্যাশিত খাত থেকে সর্বমোট ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ থেকে বরাদ্দকৃত অর্থ প্রান্তিক পর্যায় পর্যন্ত ব্যবহারের উপযোগী করতে বলা হয়েছে।

 
Electronic Paper