ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশালে বিদেশফেরত সন্দেহে গণপিটনি

বরিশাল প্রতিনিধি
🕐 ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০

বিদেশফেরত সন্দেহে বরিশালে গণপিটনির শিকার হয়েছেন শরীয়তপুর জেলা থেকে বেড়াতে আসা এ ব্যক্তি।ভক্তভোগী ওই ব্যক্তির নাম আশীষ মন্ডল।

কুচিয়ারপাড় গ্রামের একাধিক বাসিন্দা জানান, রোববার ওই এলাকায় আসেন আশীষ। তাকে পথরোধ করে তার বাড়ি কোথায় জানতে চাওয়া হলে তিনি শরীয়তপুর থেকে এসেছেন বলে জানান। আরও জানান, কুচিয়ারপাড় গ্রামে তার স্বজন নিত্যনন্দ দেউরির বাড়িতে যাবেন। বিদেশফেরত কি-না জানতে চাইলে আশীষ ভয়ে অসংলগ্ন কথা বললে গ্রামবাসী গণপিটুনি দেয়।

তারা আরও জানান, শরীয়তপুর, ফরিদপুর এবং মাদারীপুরে অনেক বিদেশ ফেরত মানুষ অবস্থান করছে শুনে তারা আতঙ্কের মধ্যে আছেন। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন না মানার খবরও তারা শুনছেন। তাই ওই ব্যক্তিও বিদেশ ফেরত মনে করে তাকে মারধর করা হয়।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, ‘শরীয়তপুর থেকে বেড়াতে আসা আশীষ মন্ডলকে বিদেশফেরত মনে করে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে কিছু গ্রামবাসী। বিষয়টি জানতে পেরে আমি মোবাইলে আশীষ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাকে ছাড়িয়ে দেই। এরপর আশীষ তার স্বজনের বাড়িতে না গিয়ে শরীয়তপুরে তার বাড়িতে ফিরে যান।’

 
Electronic Paper