ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টাইন’ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০

পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসন বাড়ি দুটি কোয়ারেন্টাইন ঘোষণা করে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই দুই বাড়ি থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

গতকাল পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

যে দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজন মাদারীপুর এলাকা থেকে এসেছেন। অপরজন নারী এবং তিনি বিদেশফেরত।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে তিন ধাপে পটুয়াখালীতে বিদেশ থেকে এসেছেন মোট ৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ২ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধান চলছে।

জেলা প্রশাসক বলেন, রোববার পর্যন্ত পটুয়াখালী জেলায় মোট ২ হাজার ১৬৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। ৪০২ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। হোম কোয়ারেন্টাইন না মানায় ইতিমধ্যে বিদেশফেরত তিনজনকে শাস্তির আওতায় এনে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 
Electronic Paper