ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অমূল্য পতাকা

অপু চৌধুরী
🕐 ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

‘বীর বাঙালি অস্ত্র ধরো
বাংলাদেশ স্বাধীন করো’
কড়া কড়া এমন ছড়া
দরাজ কণ্ঠে হলে পড়া,

 

জেগে ওঠে আমজনতা
এমন আর্তি শুনে;
মনের ভেতর স্বাধীনতার
লাল-সবুজ বীজ বুনে।

ভয়-ভীতিহীন উদোম গায়ে
হেঁটে কিংবা চড়ে নায়ে
দূর দূরান্ত পাড়ি দিয়ে
ফিরবে সবাই মুক্তি নিয়ে,

ছুটল সবাই সাতই মার্চে
সোহরাওয়ার্দী উদ্যানে;
মানবে না কেউ কোনো বাধা
মুজিব সভায় যোগদানে।

মুজিব সভার মন্ত্র হল-
যার যা আছে নিয়ে চলো
মরতে হলে মরব, তবু-
হঠব না আর পিছু কভু,

ছিনে আনব সব বাঙালির
একই সূত্রে মত আঁকা;
মুক্ত স্বাধীন বাংলাদেশের
লাল-সবুজ এক পতাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper