ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মোস্তাফিজুর রহমান
🕐 ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

১। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? (ক) নবাব সিরাজউদ্দৌলা (খ) ফকরুদ্দিন মোবারক শাহ (গ) নবাব আলীবর্দী খাঁ
(ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি

২। শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন- (i) দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
(ii) বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত (iii) শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii 
(গ) i ও iii (ঘ) i, ii, iii। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : আশার দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে, বাংলার নবাবকে শাসনকাজের জবাবদিহি করতে হতো। তবে তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো।
৩। আশার দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে?
(ক) নবাব শাসন (খ) সুবেদার শাসন
(গ) দ্বৈত শাসন (ঘ) ইংরেজ শাসন।
৪। বর্ণিত ঘটনার ফলে- (i) দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে
(ii) জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়
(iii) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে
নিচের কোনটি সঠিক
ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৫। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার জনসংখ্যা কত ছিল?
(ক) ৩ কোটি (খ) ৪ কোটি
(গ) ৫ কোটি (ঘ) ৬ কোটি।
৬। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? (ক) ১৭৫৭ সালের ২৩ জুন (খ) ১৮৫৭ সালের ২৩ জুন (গ) ১৭৫৭ সালের ৩০ মার্চ
(ঘ) ১৭৭৫ সালের ২৬ মার্চ
৭। দ্বৈতশাসন ব্যবস্থার ফলে-
(i) দুর্ভিক্ষ দেখা দেয় (ii) প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয় (iii) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়।
নিচের কোনটি সঠিক
ক) i (খ) i ও iii (গ) i ও ii
(ঘ) i, ii ও iii ৮। ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তিচুক্তি হয় কত সালে?
(ক) ১৬৪৮ সালে (খ) ১৬৫৮ সালে
(গ) ১৬৭৮ সালে (ঘ) ১৬৯৮ সালে
৯। ১৮৫৩ সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করেছিল কোন ঔপনিবেশিকরা?
(ক) ফরাসি (খ) পর্তুগিজ
(গ) ওলন্দাজ (ঘ) ব্রিটিশ

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা।

উত্তর : ১(খ), ২(গ), ৩(গ), ৪(গ), ৫(ক), ৬(ক), ৭(ঘ), ৮(ক), ৯(ঘ)।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper