ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৯:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

 

কোনটি এন্টিবায়োটিক?

ক. ইনসুলিন

খ. পেপসিন

গ. পেনিসিলিন

ঘ. ইথিলিন

একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারে?

ক. ২ কোটি খ. ৩ কোটি

গ. ৪ কোটি ঘ. ৫ কোটি

মঙ্গলগ্রহে অবতরণ করা খেয়াযানটির নাম কী?

ক. ডিসকভারি

খ. ক্যাসিনি

গ. চ্যালেঞ্জার ঘ. পাথফাইন্ডার

কোনটি অটোফাইট নয়?

ক. জাম খ. কাঁঠাল

গ. ব্যাঙের ছাতা ঘ. লিচু

গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন-

ক. ধর্মযাজক

খ. সমাজবিজ্ঞানী

গ. জীববিজ্ঞানী

ঘ. রসায়নবিদ

লসিকার বেশিষ্ট্য কোনগুলো?

ক. ক্ষারীয়

খ. লোহিত রক্তকণিকা অনুপস্থিত

গ. শ্বেত রক্তকণিকা অনুপস্থিত

ঘ. ওপরের ক ও খ উভয়ই

পৃথিবী সৌরজগতের একটি-

ক. নক্ষত্র খ. গ্রহ

গ. উপগ্রহ ঘ. জ্যোতিষ্ক

কচুশাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য?

ক. ভিটামিন-এ

খ. ভিটামিন-সি

গ. লৌহ ঘ. ক্যালসিয়াম

পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে কী বলে?

ক. অভিকর্ষ  খ. মহাকর্ষ

গ. আকর্ষণ  ঘ. বিকর্ষণ

১০রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয়?

ক. লোহিত রক্তকণিকা

খ. শ্বেত রক্তকণিকা

গ. অণুচক্রিকা

ঘ. অণুচক্রিকা ও লোহিত কণিকা

১১কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?

ক. ব্যারোমিটার

খ. ল্যাকটোমিটার

গ. সিসমোগ্রাফ

ঘ. রিখটার স্কেল

১২ক্ষমুার একক-

ক. ওয়াট  খ. ক্যালরি

গ. জুল  ঘ. নিউটন

১৩দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?

ক. প্রথমটি খ. দ্বিতীয়টি

গ. একইরকম হবে

ঘ. কোনোটিই নয়

১৪কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?

ক. লবণ  খ. পারদ

গ. পানি  ঘ. কর্পূর

১৫কম্পিউটারের কোনটি নেই?

ক. স্মৃতি খ. নির্ভুল কাজ করার ক্ষমুা

গ. বুদ্ধি-বিবেচনা

ঘ. দীর্ঘ সময় কাজ করা

১৬সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতর কোনো গ্যাস ব্যবহৃত হয়?

ক. নাইট্রোজেন

খ. অক্সিজেন

গ. হিলিয়াম ঘ. নিয়ন

১৭কিসের সাহায্যে সমুদ্র কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?

ক. শব্দের প্রতিফলন

খ. শব্দের প্রতিধ্বনি

গ. আলোর প্রতিসরণ

ঘ. আলোর সংকোচন

১৮পরিবেশের সঙ্গে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. ইভোলিউশন

খ. এভিকালচার

গ. ইকোলজি ঘ. আর্কিওলজি

১৯প্রাণী জগতের উৎপত্তি বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

ক. জুওলজি  খ. বায়োলজি

গ. ইভোলিউশন  ঘ. জেনেটিক্স

২০মঙ্গল গ্রহে প্রেরিত নভোযানের নাম-

ক. সয়্যুজ খ. এপোলো

গ. ভয়েজার ঘ. ভাইকিং

 

আবু সাঈদ

২৭তম বিসিএস, প্রশাসন।

 

উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper