ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানির সন্ধান!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

যে গ্রহে পানি রয়েছে সেখানে মিলতে পারে অন্য জীবের অস্তিত্ব। তাই সৌরজগতে বিভিন্ন গ্রহে পানির অস্তিত্ব সন্ধানে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এবার মঙ্গলগ্রহের পর বিজ্ঞানীদের আশা জাগিয়েছে সব থেকে বড় গ্রহ বৃহস্পতি।

গ্যাস এবং তরলে পরিপূর্ণ এই গ্রহ। এ ধরনের গ্যাসের মধ্যে সবসময়ে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। ফলে হাইড্রোজেন, অক্সিজেন এবং অনুঘটকের উপস্থিতিতে অনুকূল পরিবেশের বিক্রিয়ার পর পানি তৈরি হবে কি না- তা এতদিন সঠিকভাবে বোঝা যাচ্ছিল না।

কলকাতা ২৪ জানিয়েছে, নাসার পাঠানো যান ‘জুনো’ কিছু তথ্য দিয়েছে। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১১ এবং ২০১৬ জুনোকে বৃহস্পতিতে পাঠানো হয়েছিল।

তার তথ্য মতে, বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন ওই গ্রহের বায়ুমণ্ডলে অন্তত ০.২৫ শতাংশ পানি রয়েছে। বায়ুম-লের একটা নির্দিষ্ট স্তরের নিচে মেঘ জমে। তাপমাত্রার হেরফেরে তা বৃষ্টির মতো ঝরবে বলে মনে করছেন তারা।

 
Electronic Paper