ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেনাকাটায় বিবেচক হন

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

ব্রিটেনের সুপারমার্কেটগুলোতে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিত্যপণ্যের সংকট তৈরি হয়েছে। বিশাল সুপারশপের তাকে টয়লেট পেপার, হাত ধোয়ার তরল সাবান, পাস্তা, হ্যান্ড স্যানিটাইজার, টিনজাত খাদ্য, আটা, ময়দার মত জিনিস প্রায় উধাও। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ যত বাড়ছে, ভীত-সন্ত্রস্ত মানুষজন তত এসব পণ্য কিনে মজুদ করছেন।

বিবিসি বাংলা জানিয়েছে, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে সুপারমার্কেটগুলো মানুষজনকে পাগলের মত কেনাকাটা বন্ধ করার আহ্বান করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দোকানে ঢুকে দয়া করে বিবেচকের মত আচরণ করুন। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস কেনা বন্ধ করুন, যাতে অন্যরা প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত না হয়। আমরা সবাই বিবেচক হলে সবার জন্য যথেষ্ট জিনিস দোকানে থাকবে।

সুপারমার্কেট জায়ান্ট সেইন্সবেরিজের প্রধান নির্বাহী মাইক কুপ ক্রেতাদের উদ্দেশ্যে বলেছেন, দয়া করে কেনার আগে একবার ভাবুন, আপনার পরিবারের যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু কিনুন।

এসব অনুরোধের পাশাপাশি, সুপারমার্কেটগুলো এখন কেনাকাটার ওপর নানা বিধিনিষেধ আরোপ শুরু করেছে। জার্মান সুপার-শপ চেইন অলডি নিয়ম করেছে একজন ক্রেতা কোনো জিনিস চারটির বেশি কিনতে পারবে না।

 
Electronic Paper