ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মির্জাগঞ্জে ঘর পাচ্ছে ২৬ পরিবার

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
🕐 ২:০৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে সরকারিভাবে ২৬ পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনীয় ঘর। অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীন, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবারগুলো ঘর পেয়ে দারুন খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে উপজেলা ২৬টি ঘর দেওয়া হচ্ছে। এতে ৭৭ লক্ষ ৯৬ হাজার ৩৬০ টাকা ব্যয়ে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।

প্রত্যেকটি ঘর দুই শতক জমিতে নির্মাণ করা হয়েছে। এসব ঘরের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা করে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা/টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। দরিদ্র পরিবারগুলো এসব ঘর পেয়ে দারুণ খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সার্বক্ষণিক তদারকির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে পিআইসি কমিটির মাধ্যমে ঘরগুলো তৈরি করা হয়েছে। কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি।

ইউএনও মো. সরোয়ার হোসেন বলেন, ২৬টি দুর্যোগ সহনীয় ঘর তৈরির কাজ শেষ হয়েছে। দুই একটি ঘরে রঙ এর কাজ বাকি থাকতে পারে।

 
Electronic Paper