ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্রোহের আগুন

শাহ্ বোরহান মেহেদী
🕐 ১:০০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

আমি দেখেছি ভাষা শহীদের আর্তনাদ,
দেখেছি আগুনের, ফাগুন ঝরার দিন
আমি কমরেড রক্তে বইছে সংগ্রামী স্বাদ।

মাটি ও মানুষের দীপ্তমান আত্মার স্বজন,

খুঁড়ে-খুটে নিংড়ে দেখেছি বাঙালিয়ানা
আমি আদিম, প্রতিবাদী প্রান্তিক জনগণ।

বারবার গৈরিক বারবার অসম্ভব শোক,
চেনায় ধরে রেখেছি আজন্ম ইতিহাস
আমি দেখেছি করতালির এক উদ্যোগ।

শ্যামল দেশমাতৃকার নিদেন কষ্টের শ্বাস,
ভুলতে হয়েছি যোদ্ধা, ছুটেছি রাজপথে
আমি প্রত্যয়ী এক কবির ছুঁয়েছি বিশ্বাস।

মানুষ হয়ে দেখেছি মানুষের দুঃখ-গঞ্জনা,
এ দেশ আমার, আমি বাঙালির প্রাণ
আমার রক্ত প্রবাহে বাংলাদেশই ঠিকানা।

দ্রোহ আগুনে লেখা সংগ্রামী ঋদ্ধ এ মন,
জ¦লজ¦লে লাল পলাশ ফুলে দেখে যাই
আমি দেখে যাই ৭ মার্চের মুক্তির ভাষণ।

 
Electronic Paper