ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুজিববর্ষে

বজলুর রশীদ
🕐 ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর শত বছর কত?
১৭ মার্চ, ২০২০ পূর্ণ হবে শত।

তাই তো কবি উপমাতে লিখেছেন অবিরত,

জন্ম শতবার্ষিকীতে কাব্য শত শত।
জন্মদিনে শিশু দিবস পালন করি যেমন,
বঙ্গবন্ধুর স্বপ্ন-আশা করব লালন তেমন।
মুজিববর্ষে জানুক শিশু ইতিহাসের কথা,
বঙ্গবন্ধুর জন্য পেলাম দেশের স্বাধীনতা।
মুজিববর্ষে জানবে আরো সঠিক ইতিহাস,
কোমলমতি সব শিশুদের পড়ার অভিলাষ।
স্বাধীন ভূমি দিয়ে গেছেন একাত্তের মূলে,
মুজিব মানে স্বাধীনতা- যাব না আর ভুলে।
৭ মার্চের ভাষণ শুনে জাগে মনের টনক,
কর্ম-গুণের স্বীকৃতিতে তিনি জাতির জনক।
মুজিববর্ষে শিশু-কিশোর ‘মুজিব’ ছবি আঁকুক,
প্রতিযোগী ছবি এঁকে অবদানও রাখুক।
এমন দিনে শিশুরা হোক প্রাণখোলা মুখ হাসি,
মুজিব বেশে অনন্য এক সৃষ্টি সুখের রাশি।
শিশুর মুখে মুজিব ভাষণ শুনতে ছন্দময়,
তাই তো এখন বিশ^বাসীÑ সেই কথাটি কয়।

 
Electronic Paper