ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনারোধে করণীয় জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

করোনা ভাইরাস কী এবং এই রোগ প্রতিরোধে কী কী করতে হবে, তা সবিস্তার তুলে ধরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিটি অধিদফতরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিসে পাঠানো হয়।

‘করোনা ভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় করণীয়’ শীর্ষক নির্দেশনায় বলা হয়, ‘সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।’

গত রোববার বিদেশ ফেরত তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ পরিপ্রেক্ষিতে আইইডিসিআরের করোনা ভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণের জন্য নির্দেশনা জারি করে মাউশি।

এই নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে আইইডিসিআরের কন্ট্রোল রুম (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 
Electronic Paper