ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবকিছুতে আগুন

পৃথ্বীশ চক্রবর্ত্তী
🕐 ১:২১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

ময়দা, চাল ও ডালে আগুন
আগুন এখন আমে-জামে
পেঁয়াজ, রসুন, নুনে আগুন
আগুন এখন নামে-কামে।

মাছ বাজারে মাছে আগুন
কাঁচামরিচ, শাক-আলুতে
পেঁপে-বেগুন সবই আগুন
আগুন মাথার টাক-তালুতে।

মুড়ি-চিড়া-দুধের আগুন
ধরতে-ছুঁতে পাই না কারণ
চিনি-গুড় আর চা-তে আগুন
জানতে চাইব? চাই না, বারণ!

ট্রেন ও বাসের ভাড়ায় আগুন
আগুন এখন তেলে-গ্যাসে
বিদ্যুতেও ধরে আগুন
অগ্নিপাখা মেলে শেষে।

স্কুল-কলেজের বেতন আগুন
ছাপাখানায় আগুন এখন
কাগজ-কলম-বইয়ে আগুন
আগুন পড়ন? আগুন লেখন?

আমার দেশের দ্রব্য কই যায়
দ্রব্য ঠিক খায়, সব কি ভূতে?
যদি না যায়, যদি না খায়
আগুন কেন সবকিছুতে?

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper