ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমল ও ইবাদত কবুলের মৌলিক শর্ত

খোলা কাগজ ডেস্ক
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ০৯, ২০২০

আমাদের যাবতীয় আমল ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে দুটি প্রধান ও মৌলিক শর্ত রয়েছে। এ দুই শর্ত পাওয়া না গেলে আল্লাহর নিকট আমল কবুল হয় না।

প্রথম শর্ত : আমলটি একমাত্র আল্লাহর জন্যই করা। আল্লাহতাআলা বলেন, ‘আর তাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।’ -সূরা আল-বায়্যিনাহ, আয়াত : ৫

তিনি আরও বলেন, ‘সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে’। -সূরা আল-কাহাফ, আয়াত : ১১০

দ্বিতীয় শর্ত : আমলটি সেই শরীয়ত মোতাবেক হওয়া, যা রাসূলুল্লাহ (সা.) নিয়ে এসেছেন। আল্লাহতাআলা বলেন- ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন’। -সূরা আল-ইমরান, আয়াত : ৩১

আর রাসুলুল্লাহ (সা.) বলেন : ‘যে এমন আমল করল যার মধ্যে আমাদের আদর্শ নেই, সেটি প্রত্যাখ্যাত’। (সহীহ মুসলিম)। অতএব, আমলটি যদি রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেটি কবুল করা হবে না। যদিও আমলকারী মুখলিস হয়।

রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল নেক কাজগুলো আল্লাহর রাসুলের দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী একমাত্র আল্লাহর জন্যেই করার তাওফিক দান করুন। আমীন।

 
Electronic Paper