ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে তিন আমলে রহমত বর্ষিত হয়

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ০৫, ২০২০

আমল বা ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এমন কিছু আমল রয়েছে যেগুলো করার সময় আল্লাহ বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। আসমান থেকে রহমত বা অনুগ্রহ নাজিল করেন। এমন তিনটি আমলের কথা তুলে ধরা হলো-

সুন্নত নামাজ
মুমিনদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এসব ফরজ নামাজের আগে ও পরে অত্যন্ত ফজিলতপূর্ণ ১০-১২ রাকাত সুন্নাত নামাজ রয়েছে। এ সুন্নাত নামাজগুলো পড়ার সময় বান্দার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়।

নামাজের জন্য অপেক্ষার সময়
এক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করার পর অন্য ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের জন্য অপেক্ষায় থাকা বান্দাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করেন। তাদের জন্য আসমানের বিশেষ একটি দরজা খুলে রাখা হয়।

কোরআনের আলোচনা
মুমিন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন মাজিদের আলোচনায় সময় ব্যয় করে এবং দীনের শিক্ষা ও প্রশিক্ষণে নিয়োজিত থাকে তাহলে ফেরেশতারা আসমানের দরজা খুলে জমিনে অবতরণ করে ওই বান্দাকে ঘিরে রাখেন এবং আসমানের খোলা দরজা দিয়ে তার ওপর রহমত ও প্রশান্তি আসতে থাকে।

আল্লাহ মুসলিম উম্মাহকে উল্লিখিত আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন

 
Electronic Paper