ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝড় তুফান থেকে বাঁচার দোয়া

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:২৭ পূর্বাহ্ণ, মার্চ ০৪, ২০২০

আমজাদ হোসেন, কুমিল্লা
মহান আল্লাহতায়ালা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করার জন্য পৃথিবীতে নানা রকম আপদ-বিপদ, বালা মুসিবত দিয়ে থাকেন। সব রকম বিপদ-আপদ থেকে বাঁচার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নানা দোয়া, জিকির-আসকার এসেছে।

 

তেমনি মেঘের গর্জন, ঝড় তুফান ও অধিক বৃষ্টির অনিষ্ট থেকে বাঁচারও দোয়া রয়েছে। পাঠকদের জন্য সে দোয়া তুলে ধরা হলো-

ঝড় তুফানের সময় দোয়া-

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা

‘হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিও না।’ (বুখারি) ঝড়-তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে।

 
Electronic Paper