ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাপাসিয়ায় জীবন ও কারিগরী দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

মানুষের জন্য ফউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ এসোসিয়েশন সোস্যাল এডভান্সমেন্ট (বাসা) সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপি জীবন ও কারিগরী দক্ষতা উন্নয়নে যুবদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

বাসার এমজেএফ প্রকল্প সমন্বয়কারী মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান আশিকুল ইমান সোয়েব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক নূরুল আমীন সিকদার, প্রকল্প কর্মকর্তা মো: আজিজুল হক প্রমুখ।

প্রশিক্ষণে নেটওয়কিং, যোগাযোগ, সমঝোতা, নারীর প্রতি সহিংসতা রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

 

 
Electronic Paper