ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ময়মনসিংহে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
🕐 ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চাচা নূরে আলমকে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

স্বাক্ষ্য-শুনানি শেষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন বিচারক।

আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও  তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করেন নূরে আলম। 

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

 
Electronic Paper