ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনার

ফরিদপুর প্রতিনিধি :
🕐 ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের পক্ষ থেকে ফরিদপুর জেলার জনপ্রতিনিধিদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটা স্থানীয় কবি জসীম উদদীন হলে এ সেমিনারের উদ্বোধন করেনা ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের আয়োজনে ও বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মানিক রায়, ডিএমপির সিটিটিসি ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম), সদর উপজেলা নির্বাহী নির্বাহী মো: মাসুম রেজা  প্রমুখ। 

এসময় ফরিদপুর জেলার জনপ্রতিনিধিদের  নিয়ে উগ্রবাদ প্রতিরোধ  বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রশিক্ষন প্রদান করেন ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম(বিপিএম বার)। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন সহকারি পুলিশ সুপার নোমান আহমদ।

 

 
Electronic Paper