ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

১. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ভারতের
খ. মরক্কোর
গ. ইরানের
ঘ. ইরাকের
উত্তর: খ. মরক্কোর
২. ৩৬০ আউলিয়ার শহর কোনটি?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তর: ক. সিলেট

৩. ইন্দ্রাকপুর দুর্গ কোথায় অবস্থিত?
ক. লালবাগ কেল্লা
খ. সোনারগাঁ
গ. মুন্সীগঞ্জে
ঘ. বগুড়া
উত্তর: গ. মুন্সীগঞ্জে
৪. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার আগে ঢাকা কোন সালে রাজধানী হয়?
ক. ১৬১০ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. সবগুলি
উত্তর: ঘ. সবগুলি
৫. আহসান মঞ্জিল কবে নির্মাণ হয়?
ক. ১৮৭০ সালে
খ. ১৮৭১ সালে
গ. ১৮৭২ সালে
ঘ. ১৮৭৩ সালে
উত্তর : গ. ১৮৭২ সালে
৬. বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ শোলাকিয়া কোথায় অবস্থিত?
ক. টাঙ্গাইল খ. কিশোরগঞ্জ
গ. শেরপুর ঘ. চট্টগ্রাম
উত্তর: খ. কিশোরগঞ্জ
৭. বাংলার মিল্টন বলা হয়-
ক. ভারত চন্দ্রকে
খ. হেমচন্দ্রকে
গ. গোলাম মোস্তফাকে
ঘ. মুকুন্দরামকে
উত্তর : খ. হেমচন্দ্রকে
৮. বিহারীলাল চক্রবর্তীকে বলা হয়-
ক. কাব্য সুধাকর
খ. শান্তিপুরের কবি
গ. ভোরের পাখি
ঘ. ছন্দের জাদুকর
উত্তর: গ. ভোরের পাখি
৯. প্রথম বাঙালি মুসলিম কবি কে? ক. শাহ মুহাম্মদ সগীর খ. আলাওল
গ. কায়কোবাদ ঘ. আব্দুল হাকিম
উত্তর : ক. শাহ মুহাম্মদ সগীর
১০. ‘পাণ্ডুলিপি-৭১’ হলো একটি-
ক. চলচ্চিত্র খ. কাব্যগ্রন্থ
গ. পেইন্টিং ঘ. উপন্যাস
উত্তর: ঘ. উপন্যাস
১১. বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত?
ক. যশোর
খ. বগুড়া
গ. কুমিল্লা ঘ. ঢাকা
উত্তর : ঘ. ঢাকা
১২. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
ক. ধমর্পাল খ. রামপাল
গ. গোপাল ঘ. অতীশ দীপঙ্কর
উত্তর : ক. ধমর্পাল
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে?
ক. নবাব আব্দুল গণি
খ. নবাব খাজা রফিকুল্লাহ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. আহসান উল্লাহ
উত্তর : গ. নবাব সলিমুল্লাহ
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করা হয়?
ক. ইতিহাস
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. বাংলা
ঘ. আইন
উত্তর : ক. ইতিহাস
১৫. বাংলাদেশে সবর্প্রথম কত সালে ‘জাতীয় অধ্যাপক’ নিয়োগ করা হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর : ঘ. ১৯৭৫ সালে
১৬। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
উত্তর : খ. ১৮০১ সালে
১৭। ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
ক. দ্বিজ কানাই খ. মনসুর বয়াতি
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তর : ক. দ্বিজ কানাই

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper