ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্ধুত্বের পথচলা

খন্দকার নাঈমা নূন
🕐 ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

আত্মার এক শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। পৃথিবীতে অনেক কিছুরই বয়সসীমা থাকে, কিন্তু বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার কোনো বয়সসীমা বা সময়সীমা থাকে না। বন্ধুত্বের নেই কোনো বৈষম্য, নেই কোনো উচু-নিচু, নেই কোনো ভেদাভেদ। বন্ধুত্ব হয় মনের টানে, হৃদয়ের টানে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্ব নিয়ে বলেছেন -‘গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।’

আত্মার শক্তিশালী বন্ধন যেহেতু বন্ধুত্ব তাই, আত্মার বন্ধনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ষষ্ঠ ব্যাচ পালন করলাম বিশ্ববিদ্যালয়ে এবং বিভাগে আমাদের এক বছরপূর্তি। ‘ব্যাচ-ডে’ পালনের সকল পরিকল্পনা গ্রহণ করে ২২ জানুয়ারি আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করি।  সবাই মিলে কাগজ কেটে বিভিন্ন ফুল, বিভিন্ন কারুকার্য, রঙ-বেরঙের বেলুন দিয়ে শ্রেণিকক্ষের সৌন্দর্যবর্ধন করেছি। আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে নবনিযুক্ত বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম শ্যামল স্যারসহ, মোর্শেদ রায়হান স্যার, মাহমুদুল হাসান স্যার, মশিউর রহমান স্যার, শারমিন রেজোয়ানা ম্যাম ও মোহতাসিম বিল্লাহ স্যার উপস্থিত ছিলেন।

 
Electronic Paper