ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিম্নবর্গীয়

জোবায়ের মিলন
🕐 ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

বাংলাটা আজ নিম্নবর্গীয়
নিচু শ্রেণি কিংবা গরিবের ভাষা-
অভিজাতরা ইংরেজি, ব্রিটিশ, স্পেনিশ বা
হিন্দিতে পারদর্শী, অভ্যস্ত...
একুশ এলে একদল আপ্লুত হয়ে ওঠে
প্রভাতফেরিতে ফেরে বচনে বসনে, বর্ণে বরণে
মাতৃভাষায় নেক-শ্রদ্ধায় ফিরে যায় অতীত ইতিহাসে!

নিতান্তই না-পারা সত্ত্বে অফিসে, আদালতে অথবা
বহুজাতিক টেবিলে ব্যবহৃত হচ্ছে দু’চার কলম!
কালের শিশুরা ‘আমার সোনার বাংলা...’ শেখার আগে
মুখস্ত করে নিচ্ছে ভিন্ন অন্য ভাষা
আমরাও আনমনে নেচে উঠছি- তার
মাতৃভাষাহীন অমিত মেধায়!

যারা অশিক্ষিত, যারা অভিজাত নয়, যারা গরিব
ইচ্ছা কিংবা অনিচ্ছায়- বাংলাটা যেন আজ তাদেরই দায়
আর সব- মেকি-ফাঁকি।

 
Electronic Paper