ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জরিমানার ভয়ে হেলমেট পড়ছেন গাড়িচালক

খোলা কাগজ ডেক্স
🕐 ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

গাড়ি চালানোর সময় হেলমেট না পরায় ভারতের উত্তর প্রদেশের এক চালককে জরিমানা করা হয়েছে। তিনি জানান, জরিমানার ভয়েই এখন তিনি হেলমেট পরেই প্রাইভেট কার চালান। সম্প্রতি প্রকাশিত এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। 

জানা গেছে, ওই গাড়ির মালিক প্রশান্ত তিওয়ারি রাজ্যের হামিরপুর জেলার মান্নাগাঁ'র বাসিন্দা। গাড়ি চালানোর সময় হেলমেট না পরায় আইন লঙ্ঘনের দায়ে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সংক্রান্ত একটি বার্তাও তার মোবাইল ফোনে পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়।   

এদিকে এর আগে উত্তর প্রদেশের কানপুর শহরে পীযূষ নামের এক ব্যক্তির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। 

তিনি জানান, জরিমানার ভয়ে এখন তিনি হেলমেট পরে প্রাইভেট কার চালান। গত বছরের ২৭ আগস্ট গাড়ি চালানোর সময় হেলমেট না পরায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদ জানাতে চালকের আসনে বসার আগে তিনি কালো একটি হেলমেট পরে নেন। 

ভারতে ২০২০ সালে মোটরযান আইন বেশ কঠোরভাবে সংশোধন করা হয়। এর জের ধরে দেশটিতে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে।  

 
Electronic Paper