ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্রাম্পের নাকে দুর্গন্ধ ঠেকাতে

খোলা কাগজ ডেক্স
🕐 ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ভয়াবহ দূষণে বিপর্যস্ত যমুনা নদীর হাল কিছুটা ফেরাতে সেখানে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে।

ভারতের আগ্রার বুলন্দ শহরের গঙ্গানাহার থেকে এই ৫০০ কিউসেক পানি যমুনায় ছাড়া হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে যমুনায় দূষণের মাত্রা কিছুটা হলেও কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 ২৪ ফেব্রুয়ারি দু-দিনের সফরে ভারত যাচ্ছেন ট্রাম্প। দিল্লি ছাড়াও আগ্রা ও আহমদাবাদে যাওয়ার কথা আছে তার। আগ্রায় যমুনার দুর্গন্ধ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে লুকোতে এই ৫০০ কিউসেক পানি সেখানে ছাড়া হল। ২০ তারিখ এই পানি মথুরায় পৌঁছবে এবং ২১ তারিখ বিকেলে আগ্রা পৌঁছে যাবে। এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশে জলসেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ধর্মেন্দর সিং ফোগট।

এই অতিরিক্ত পানির ফলে যমুনায় অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়বে এবং দুর্গন্ধ কমবে বলে আশা করা হচ্ছে। তবে এতে যমুনার পানি পানযোগ্য মোটেও হবে না বলে সাবধান করেছেন উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার।

 
Electronic Paper