ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্বর নিয়ে চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বরগুনা প্রতিনিধি
🕐 ১০:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

বরগুনায় জ্বর নিয়ে চীন ফেরত এক শিক্ষার্থী হাসপাতলে ভর্তি হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বগুনার জেনারেল হাসপাতালে এমরান নামের ২২ বছর বয়সী এ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন। 

বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব হোসেন জানান, জ্বর ব্যতীত অন্যকোন ধরনের আলামত প্রাথমিক পরীক্ষায় ইমরানের শরীরে পাওয়া যায়নি। আরও পরীক্ষা না করে কোন কিছু বলা যাবে না। ইতোমধ্যে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

এমরান এর বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, ৩/৪ মাস পূর্বে এমরান চীনে যায়। সেখানে ব্রানেডং প্রদেশে রিজাউ স্যামডং নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে "ইলেকট্রনিক এন্ড মেকানিক্যাল ইন্জ্ঞিনিয়ার" কোর্সে ভর্তি হয়। চীনে করোনাভাইরান শুরু হলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ১৫ ফেব্রুয়ারি চীনের গুয়াংজু এয়ারপোর্ট হয়ে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দরে আসে। ১৬ ফেব্রুয়ারি এমরান বাড়িতে আসার পর শরীরে জ্বর অনুভুত হলে পরিবারের সদস্যর স্বাস্থ্য কর্মীদের অবহিত করলে পুলিশ ইমরানকে রাতে বাড়ী থেকে হাসপাতালে নিয়ে আসে।  

সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান জানান, আতঙ্ক ছড়ানোর কিছু নেই। আমরা সকল পরীক্ষা না করে কোন মন্তব্য করছি না। 

 

 
Electronic Paper