ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঁচবিবিতে ঘোড়া দিয়ে জমি চাষ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
🕐 ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ঘোড়া দিয়ে জমি চাষ করতে দেখা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের শরীফ উদ্দিনকে।

শরীফ উদ্দিন বলেন, প্রায় এক বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। আমি একজন ঘোড়া ব্যবসায়ী। ঘোড়া কেনা বেঁচা করি। গত বছর থেকে চিন্তা করলাম যে, ঘোড়া দিয়ে জমি চাষ করা যায় কি না! তখন থেকেই আমি ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি।

তিনি আরো বলেন, নিজের জমি চাষ করেও অন্যের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতক জমি চাষা করা যায়। বর্তমান আমি আমার ঘোড়া দিয়ে জমি চাষে খুবই ব্যস্ত আছি। গ্রামের অনেকে আসছে ঘোড়ার হাল দিয়ে তাদের জমি চাষ করতে।

এলাকায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হলেও জমি লেবেলিং করার জন্য গরুই উপযুক্ত। এক্ষেত্রে গরুর বিকল্প হিসাবে ঘোড়া দিয়ে অন্যের জমি লেবেলিং করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা হচ্ছে শরীফ উদ্দিনের।

অনেকেই ঘোড়া দিয়ে জমি চাষ করা উপভোগ করছেন। ঘোড়া ব্যবসায়ী শরিফ উদ্দিন ঘোড়া ব্যবসার পাশাপাশি ঘোড়া দিয়ে জমি চাষ করে অধিক আয় করে আর্থিক স্বচ্ছলতার মুখ দেখছেন বলে জানান তিনি।

 
Electronic Paper