ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গার্মেন্টস শ্রমিকদের আবাসন-রেশনিং বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে গার্মেন্ট শ্রমিকদের রেশনিং ও আবাসনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাজেটে ধনী শ্রেণির জন্য প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা থাকলেও শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ন্যূনতম সান্ত্বনাটুকুও থাকে না। শ্রমিকদের রেশনিং ও বাসস্থানের জন্য বরাদ্দের দাবি অনেক পুরোনো। এ জন্য শ্রমিকরা রাস্তায় মিছিল পর্যন্ত করেছে কিন্তু সরকার কোনো গুরুত্ব দেয়নি।

তারা আরও বলেন, আজ থেকে চল্লিশ বছর আগেও শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের সুবিধা ছিল। কিন্তু বর্তমানে সেসব কর্তন করা হয়েছে। তাই আগামী বাজেটে শ্রমিকদের রেশনিং ও আবাসনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানাচ্ছি। যদি বাজেটে এই সুবিধা না থাকে তবে আন্দোলনের মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকরা দাবি আদায় করবে।

এ সময় শ্রমিকবিরোধী বিদ্যমান শ্রম আইন ও বিধিমালা সংশোধন করে সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা ও আইএলও কনভেনশন অনুসারে আইন প্রণয়নের দাবিও জানান তারা।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এ সময় গার্মেন্ট শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

 

 
Electronic Paper