ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাগর তীরে অদ্ভুত কঙ্কাল

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

সাগরের তীরে সকালে হাঁটতে গিয়ে চোখে পড়ে অদ্ভুত এক প্রাণীর কঙ্কাল। অনেক চিন্তাভাবনার পর প্রাণীর নাম শনাক্ত করতে না পেরে কঙ্কালটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এরিকা কনস্টানটাইন নামের এক তরুণী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাঁচ বছর ধরে আমেরিকায় সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরে থাকেন এরিকা। শহরের সংলগ্ন সানরাইজ পার্ক এলাকার সৈকতে রোজই হাঁটেন। পোষা কুকুরটি হঠাৎই দৌড়ে গিয়ে কিছু একটার সামনে চিৎকার করতে থাকে।

এরিকা জানান, এক অদ্ভুত প্রাণীর কঙ্কাল সমুদ্র তটে পড়ে থাকতে দেখি। যার বড় বড় দাঁত। চোখের অবস্থান বোঝা যায় না। তার দাবি আকারে কঙ্কালটি একটি কুকুরের সমান হবে।

ন্যাশনাল ওস্যানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, পৃথিবীর সমুদ্রের ৯৫ শতাংশই এখনো অজানা। আর সমুদ্রতলের ৯৯ শতাংশ অংশে এখনো কোনো ভাবেই পৌঁছতে পারে না মানুষ। তাই সমুদ্রের অতল গভীরে কোনো কোনো প্রাণী রয়েছে তার অনেক কিছুই দেখা বাকি রয়েছে।

 
Electronic Paper