ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বই হোক সেরা উপহার

ইমাম হোসেন
🕐 ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

প্রতিটি মানুষ আলাদা, আলাদা তার রুচি, আলাদা তার চিন্তা-চেতনা, আলাদা তার আচার-ব্যবহার। কিন্তু একটি বই আমাদের সকলের অনুভূতি এক করে দেয়। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর এ ভাষার মাসে রাজধানী ঢাকায় বাংলা একাডেমির আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বসেছে অমর একুশে বইমেলা। আর দুদিন পরে, ১৪ তারিখ বিশ^ ভালোবাসা দিবস।

পশ্চিমা দেশগুলোয় ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশে দিনটি সর্বজনীন একটি উৎসব হিসেবেই পরিচিতি পেয়েছে। আর এ ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ করতে উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই। একজন শিক্ষিত মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে একটি ভালো মানের বই। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার।

যে যত বই পড়বে সে তত জ্ঞানার্জন করবে। বই মানুষের পরম বন্ধু। বই মনের কথা বলে, জীবনের কথা বলে আর ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে। তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে এ ভালোবাসা দিবসে প্রিয় লেখকের সেরা বইটি উপহার দিতে পারেন।

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম
[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper