ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফল্যের গল্প

বিশ্ববিদ্যালয় পরিবার

ইয়াছমিন আরা
🕐 ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৯, ২০২০

সাত ভাই-বোনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রথম পদচারণা শুরু হয়েছিল আমার। বড় সন্তান হিসেবে সবচেয়ে আদরের ছিলাম আমি। আমার নানা বাড়িতেই মামা-খালাদের আদরে বড় হই। আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছিল নানা বাড়ির লোকজনই। এসএসসি পাশের পর চলে আসি নিজেদের বাড়িতে।

শাহজাদপুর সরকারি কলেজ থেকেই আমার স্বপ্নের শুরু। আমি বড় সন্তান হওয়ায় স্বপ্ন দেখার চাপও ছিল বেশি। কারণ এর আগে আমার পরিবার থেকে আর কেউ এতদূর আসতে পারেনি। শুরু করলাম ভালো করে অধ্যবসায়। কলেজ জীবনটা ছিল অনেক কষ্টের। মা-বাবা সবসময় আতঙ্কে থাকতেন আমার পড়ার খরচ বহন করতে পারবেন কিনা!

বাবাকে সবসময় আর্থিক দিকটা ভাবতে হতো যেহেতু আমার আরও ছোট ভাই-বোন ছিল। আমার কাছে মনে হয় বিশে^র সেরা বাবা-মায়ের তালিকায় আমার পিতা-মাতা। তাদের শিক্ষার পরিসীমা ক্ষুদ্র হলেও আমাকে যে এত বড় করে তুলেছেন তাতেই আমার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি।

ইয়াছমিন আরা
ইতিহাস বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 
Electronic Paper