ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নামাজে রাকাতে সন্দেহ এলে করণীয় কী?

খোলাকাগজ ডেস্ক
🕐 ৯:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০

পাঠকের প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি আবুল হুসাইন, প্রধান মুফতি ও মুহাদ্দিস, আল-জামেয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসা, নড়াইল।

প্রশ্ন : নামাজ পড়ার সময় দুনিয়াবি বিভিন্ন কথা মনে এলে এবং কত রাকাত পড়া হয়েছে তা ঠিকভাবে মনে রাখতে না পারলে তখন কি নামাজ সঠিকভাবে পড়ার জন্য ছেড়ে দিয়ে পুনরায় নিয়ত বাঁধতে হবে? অন্যথায় কী করতে হবে ওই সময়ে?

উত্তর : যদি নামাজের রাকাত নিয়ে সন্দেহ হয় আর এমনটি কদাচিৎ বা কম হয় তবে পুনরায় নতুন করে পড়তে হবে। আর যদি প্রায়ই বা ঘন ঘন হয় তবে এক বা দুই রাকাত নিয়ে সন্দেহ হলে দেখবে কোনো একদিকে প্রবল ধারণা হয় কি না? যদি হয় তবে তাই গ্রহণ করবে। আর প্রবল ধারণা না হলে কমটিকে (অর্থাৎ এক রাকাত) ধরে নামাজ আদায় করবে এবং প্রতি রাকাতে বৈঠক করবে। অতঃপর শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবে।

অনুরূপভাবে যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাত বা তৃতীয় ও চতুর্থ রাকাত নিয়ে সন্দেহ হয় তবে একই হুকুম। অর্থাৎ কমটিকে (পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় রাকাত) ধরে নিয়ে প্রতি রাকাতে বৈঠক করবে।

অতঃপর শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবে। (আদ্দুররুল মুখতার-২/৯২ ফাতহুল কদীর ১/৫১৮; তাতারখানিয়া ১/৭৪৭।

উল্লেখ্য, নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করা জরুরি। অন্য চিন্তা নামাজে এলে তৎক্ষণাৎ তা বাদ দিয়ে নামাজে মনোনিবেশ করবে।

 
Electronic Paper