ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্রিশ বছরের মহাপরিকল্পনা, পাঁচ রূপরেখা তাপসের

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

ঢাকার দুই সিটির আলোচিত চার মেয়র প্রার্থীর সবার শেষে নির্বাচনী ইশতেহার দিলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই হেভিওয়েট প্রার্থী ত্রিশ বছর মেয়াদী মহা-পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে অপরিকল্পিত ও দূষণে আক্রান্ত নগরীকে পুনরুজ্জীবিত করতে চান। তাই তিনি পাঁচটি রূপরেখার প্রতিশ্রুতিতে নির্বাচনী ইশতেহার সাজিয়েছেন।

 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

পাঁচ পরিকল্পনার মধ্যে রয়েছে- ঐতিহ্যের ঢাকা, সচল ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

 
Electronic Paper